সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এক সময়ের অন্যতম জনপ্রিয় সার্চ ইঞ্জিন ইয়াহু। লাইসেন্স ছাড়াই ইয়াহুর পেটেন্ট করা ১০টি প্রযুক্তি ফেসবুকে ব্যবহার করছে অভিযোগ এনে ফেসবুকের বিরুদ্ধে এ মামলা করেছে ইয়াহু। মামলার বিষয়টি বিশ্বব্যাপী বেশ আলোড়ন সৃষ্টি করেছে। ক্যালিফোর্নিয়ার ডিস্ট্রিক্ট কোর্টে দায়ের করা অভিযোগপত্রে ইয়াহু আরও দাবি করেছে, তাদের তৈরি করা কিছু প্রযুক্তি, যেগুলোর মধ্যে রয়েছে মেসেজিং, নিউজ ফিড জেনারেশন, সোশ্যাল কমেন্টিং অ্যাডভার্টাইজিং ডিসপ্লে, প্রাইভেসি কন্ট্রোল ইত্যাদি অবৈধভাবে ফেসবুক ব্যবহার করে আসছে। মামলার অভিযোগপত্রে ইয়াহু লিখেছে, ২০০৪ সালের আগে ফেসবুক চালুই হয়নি। কিন্তু ইয়াহু প্রতিষ্ঠিত হয়েছে এর দশ বছর আগেই। অথচ ফেসবুক অন্যতম ব্যস্ত একটি সাইটে পরিণত হয়েছে। তবে তা সম্ভব হয়েছে ইয়াহুর কিছু পেটেন্ট করা প্রযুক্তির ব্যবহারের কারণেই। এমনকি ব্যবহারকারীদের নিজেদের অনলাইন সোশ্যাল নেটওয়ার্কিং প্রোফাইল তৈরি করা এবং অন্যদের সঙ্গে যোগাযোগ করার পুরো মডেলটিই ইয়াহুর নিজস্ব সোশ্যাল নেটওয়ার্কিং প্রযুক্তি বলে ইয়াহু দাবি করছে। আর এগুলো এতদিন ফেসবুক অবৈধভাবে ব্যবহার করে আসছে। প্রযুক্তি ক্ষেত্রে পেটেন্ট নিয়ে অ্যাপল, মাইক্রোসফট, মটোরোলা মোবিলিটি প্রতিষ্ঠানগুলো একে অপরের সঙ্গে মামলায় জড়িয়ে পড়লেও সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের ক্ষেত্রে ইয়াহু-ফেসবুকের মামলাটিই প্রথম। ফেসবুক সম্প্রতি পাবলিক কোম্পানি হিসেবে শেয়ারবাজারে আসার ঘোষণা দিয়েছে। এতে প্র্রতিষ্ঠানটির মূল্য ১০০ বিলিয়ন ছাড়িয়ে যাবে। পাবলিক কোম্পানি হিসেবে আইপিও ঘোষণা দেয়ার পরই ইয়াহুর পক্ষ থেকে মামলা করা হয়েছে। এ মামলা ফেসবুকের আইপিওর ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। তবে ফেসবুক কর্তৃপক্ষ মামলার বিষয়ে এখনও কোন মন্তব্য করেনি।
0 comments:
Post a Comment