৫ মার্চ সোমবার জামালপুরের বকশীগঞ্জের কামালপুর স্থল বন্দর সীমান্ত-নো-ম্যান ল্যান্ডে অস্ত্রসহ আটক ভারতীয় বিএসএফ রক্ষী বাহিনী হাবিলদারকে হস্তান্তর করেছে।
বিজিবি সূত্রে জানা গেছে ৩ মার্চ শনিবার বিকালে শেরপুরের সীমান্তবর্তী মধুটিলা ইকোপার্কে অস্ত্রসহ ভারতীয় বিএসএফ এর গোয়েন্দা শাখার হাবিলদার দিলীপ কেদার (৪০)কে বিজিবি সদস্যরা আটক করেন। ওই সময় হাবিলদারের কাছে একটি পিস্তল ১০ রাউন্ড গুলি দুইটি মোবাইল সেট বাংলাদেশী এক হাজার টাকা, ভারতীয় ১৩ শ ৬৫ রুপী ও
একটি যৌন উত্তেজক ট্যাবলেট ছিল। একটি সূত্রে জানায় বিএসএফ রক্ষী বাহিনী হাবিলদার দিলীপ কেদারের সাথে মোবাইল ফোনে এক বাংলাদেশী রমণীর প্রেমের সম্পর্ক সৃষ্টি হয়। এই সম্পর্কের টানে ভারতীয় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে শেরপুরের মধুটিলা ইকোপার্কে আসেন। ৪ মার্চ রোববার দিনভর জিজ্ঞাসাবাদ শেষে রাত ২ টা ২৫ মিনিটে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় বিএসএফ ১২১ ব্যাটালিয়ান কমান্ডার অজয় আগার ওয়াল এর কাছে হস্তান্তর করেন।
এই দিকে এই
ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে এলাকায় উত্তেজনা দেখা দেয়। বিএসএফ সদস্য আটক নিয়ে দু-দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ভুল-বোঝাবুঝির অবসানের লক্ষ্যে ৫ মার্চ সোমবার দুপুর ১২টা থেকে ২ টা পর্যন্ত সেক্টর পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্টিত হয়। সৌহার্দ্দপূর্ন পতাকা বৈঠকে ভারতীয় বিএসএফ এর
পক্ষে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল ভি,কে চান, বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল নজরুল ইসলাম।
0 comments:
Post a Comment