আমরা আসছি অপেক্ষা করুণ---আমরা আসছি অপেক্ষা করুণ --- আমরা আসছি অপেক্ষা করুণ -

বকশীগঞ্জে পঞ্চাশ হাজার মানুষের যোগাযোগ ব্যবস্থা ব্যহত




একটি ব্রিজের অভাবে জামালপুর জেলার বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার ৪০ টি গ্রামের  পঞ্চাশ হাজার মানুষের জন্মলগ্ন থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে ভোটের হিসেব এক হলেও ব্রহ্মপুত্র ও দশানী নদী দুই উপজেলার ভূখন্ডকে দ্বি খন্ডিত করে রেখেছে। তাই যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ব্রহ্মপুত্র ও দশানী নদে ব্রিজ নির্মাণের দাবি করে আসছে এই এলাকার পঞ্চাশ হাজার মানুষ।    
বকশীগঞ্জ উপজেলা ও দেওয়ানগঞ্জ উপজেলার সমন্বয়ে জাতীয় সংসদের জামালপুর-১ আসন গঠিত। প্রায় বরাবরই এই আসনটি আওয়ামীলীগের দখলে ছিল। বর্তমান তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ। দুই উপজেলার সমন্বয়ে এই আসন গঠিত হলেও এই দুই উপজেলার সাথে সরাসরি কোন সড়ক ব্যবস্থা গড়ে উঠেনি। দশানী ও ব্রহ্মপুত্র নদী এই দুই উপজেলার ভূ খন্ডকে বিভক্ত এবং চরাঞ্চলের প্রায় ৪০ গ্রামের সাথে যোগাযোগ ব্যবস্থাকে বিচ্ছিন্ন করে রেখেছে। পুলিশের প্রশাসনিক মানচিত্রে দুই উপজেলা একই সার্কেলের আওতায়। তাই জরুরি প্রয়োজনে দুই উপজেলার পুলিশ কর্মকর্তাদের একই মাঠে অবস্থান করতে হয়। কিন্তু যোগাযোগ ব্যবস্থা না থাকায় প্রয়োজনে পুলিশ প্রশাসন মাঠে থাকতে পারে না। পূর্বে বর্ষাকালে নদীপথে যোগাযোগ ব্যবস্থা সহজ ছিল। কিন্তু নদীর নব্যতার কারনে নৌপথে চলাচলেরও সুযোগ নেই। সড়ক যোগাযোগ না থাকায় বর্ষাকালে দুই উপজেলা শহরের মাঝখানের ৪০ গ্রামের পঞ্চাশ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়ে। বকশীগঞ্জ উপজেলা শহর থেকে দেওয়ানগঞ্জ উপজেলা শহরের দুরত্ব মাত্র ১২ কিলোমিটার। কিস্তু বর্তমানে প্রায় ৬০ কিলোমিটার রাস্তা অতিক্রম করে দুই উপজেলার মানুষ যাতায়াত করছে। ফলে জরুরী প্রয়োজনে যাতায়াতের ক্ষেত্রে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার মানুষ চরম ভোগান্তির শিকার হয়। যোগাযোগ ব্যবস্থার জন্য দুই উপজেলার ৪০ গ্রামের মানুষ দীর্ঘ দিন যাবত দশানী ও ব্রহ্মপুত্র নদীতে ব্রিজ নির্মাণের দাবি করে আসছে।

0 comments:

Post a Comment