ভাবুন তো, পর্দায় দেখেন রোজ, সামনাসামনি দেখা পাবেন সেটা স্বপ্নতুল্য কোন ঘটনা। তেমনি কোন এক সেলিব্রিটির সঙ্গে মোমের আধো আলো-আধো অন্ধকারে ক্যান্ডেল লাইট ডিনারে বসেছেন কোন নামিদামি রেস্তোরাঁয়। ভয় পেয়ে মানিব্যাগে হাত দেয়ার দরকার নেই। আপনার সৌজন্যে হাসিমুখে বিল মেটাবে আপনার সেই স্বপ্নচারিণীই। কি অদ্ভুত তাই না? নাম না জানা কোন এক ভক্তকে তেমনি একটা ভালোবাসার উপহার দিতে যাচ্ছেন বলিউডি মডেল আর হালের সবচেয়ে আলোচিত এবং নিজকর্মে বিতর্কিত কন্যা পুনম পাড়ে। হলিউডি সেলিব্রিটিদের মতো টুইটারে ফ্যান সংগ্রহের বাতিকটা তাকে পেয়েছে বড্ডভাবে। সেজন্যই হয়তো অল্প কদিনের মাথাতেই ছুয়ে ফেলেছেন লাখো ভক্তের চৌকাঠ। নিয়মিত ভক্তের ভালোবাসার ডাকে সাড়া তাকে দিতেই হবে। আর এমন এক স্বপ্নকন্যাকে টুইটারে পেয়ে ভক্তরাও আবেগাপ¬ত ভালোবাসার বার্তায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে পুনমকে। সেই ভালোবাসার সে তে ভাসতে ভাসতে ভালোবাসা দিবসকে সামনে রেখে পুনমের প্রতিশ্রুতি খুব শিগগিরই তার এক লাখতম টুইটার ফ্যানটির জন্য উপহার হিসেবে হাজির করতে যাচ্ছেন ডিনার ডেট। তো পুনম ভক্তরা মানসিকভাবে তৈরি হয়ে যান ফিটফাট হয়ে পুনমের সঙ্গে কিছু স্বপ্নময় মুহূর্ত কাটানোর জন্য। কে জানে? আপনিও তো হয়ে যেতে পারেন সেই লাখোতম ভক্ত, তাই না?
0 comments:
Post a Comment