আমরা আসছি অপেক্ষা করুণ---আমরা আসছি অপেক্ষা করুণ --- আমরা আসছি অপেক্ষা করুণ -

আর্ন্তজাতিক মান বজায় রেখেই যুদ্ধাপরাধীদের বিচার করা হবে তথ্যমন্ত্রী



যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে বিএনপি ও চারদলীয় জোট নানা ষড়যন্ত্র করে আসছে। কিন্তু সরকার তাদের ষড়যন্ত্র মোকাবেলা করে আর্ন্তজাতিক মান বজায় রেখে এই সরকারের আমলেই বিচারের কাজ শেষ করবে। ১৭ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে জামালপুরের বকশীগঞ্জে বাংলা বাজারে অনুষ্টিত জনসভায় তথ্যমন্ত্রী আলহাজ আবুল কালাম আজাদ প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। স্থানীয় আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ মেডিসিনের সভাপতিত্বে জনসভায় মন্ত্রী আরও বলেন, মহামান্য রাস্ট্রপতি সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে একটি গ্রহনযোগ্য নিবার্চন কমিশন গঠন করেছেন। গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে জনগণ আগামীতে দেশ সেবার ক্ষমতা অর্পণ করবে। তাই গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ থাকলে সে সময় পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে। জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবেদ আলী , শ্রীবরদীর ইউএনও গুলশান আরা, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন , মহিলা লীগের সভানেত্রী শাহীন বেগম প্রমুখ। মন্ত্রী এর পরে উপজেলার বিভিন্ন স্থানের জনসভায় বক্তব্য রাখেন। 


0 comments:

Post a Comment