রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় শুক্রবার রাতে খুন হয়েছেন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার এবং তার স্ত্রী এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি। সাংবাদিক দম্পতির এ নৃশংস হত্যাকান্ডের তীব্র নিন্দা ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সভাপতি মো. আল-মামুন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। যৌথ বিবৃতিতে তারা এ হত্যাকান্ডের মূল হোতাদের খুজে বের করে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
এ হত্যাকান্ডের প্রতিবাদে আগামী ১৫ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)। এ কর্মসূচিতে সকল পেশাজীবি সাংবাদিকদের অংশগ্রহণের আহবান জানিয়েছেন ডিএসইসির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। এছাড়া বকশীগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি সরওয়ার জামান রতন সাঃ সম্পাদক শাহীন আল আমীন এ হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।তারা এ হত্যাকান্ডের মূল হোতাদের খুজে বের করে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে জোড় দাবি করেন।
0 comments:
Post a Comment