আমরা আসছি অপেক্ষা করুণ---আমরা আসছি অপেক্ষা করুণ --- আমরা আসছি অপেক্ষা করুণ -

বকশীগঞ্জে প্রাথমিক স্কুলের স্টুডেন্ট কাউন্সিল নিবার্চন সম্পন্ন



৪ ফেব্রুয়ারি শনিবার বকশীগঞ্জ উপজেলায় বাছাইকৃত ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নিবার্চন সম্পন্ন হয়েছে।  
জানা গেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গণতন্ত্রের মনোভাব সৃষ্টির লক্ষ্যে বাচাইকৃত বকশীগঞ্জ উপজেলায় ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল নিবার্চন অনুষ্ঠিত হয়। গোয়ালগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়, চন্দ্রাবাজ সরকারী প্রাথমিক বিদ্যালয়, উত্তরবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়, সীমারপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ ২০টি স্কুলের ২৫৯ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। এতে ২০ জন প্রধান কাউন্সিলার ও ১২০ জন কাউন্সিলার সরাসরি গোপন ভোটে নিবার্চিত হয়েছেন। নির্বাচন উপলক্ষে বিদ্যালয়ের আশেপাশে আনন্দঘন পরিবেশ বিরাজ করে। জীবনের প্রথম বারের মত নির্বাচনে অংশ গ্রহন করে প্রার্থীরা খুশি। গোয়ালগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কাউন্সিল এক প্রার্থী উম্মে হাবিবা আক্তার জানায়, এরকম নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীরা খুশি। এই নির্বাচনে স্ব স্ব বিদ্যালয়ে একজন নির্বাচন কমিশনার, একজন প্রিজাইডিং অফিসার ও বুথ ওয়ারী পোলিং অফিসার নিয়োগ করা হয়। এরা সবাই স্ব স্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষকগণ শুধু পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন। এ বিষয়ে গোয়ালগাঁও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বলেন, তৃনমুল পর্যায়ে গনতন্ত্র চর্চার লক্ষ্যে সরকার এ ধরনের মহৎ কর্মসূচী গ্রহন করেছে। চন্দ্রাবাজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহামুদ বলেন, আগামী দিনের যোগ্য সঠিক নেতৃত্ব খোঁজার প্রয়াসেই ছাত্রছাত্রীদের এ ধরনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রফিক স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পর্কে বলেন, এ ধরনের নির্বাচনের ফলে প্রাথমিক বিদ্যালয় থেকেই ছাত্রছাত্রীদের মঝে রাজনৈতি ও নেতৃত্ব সর্ম্পকে জ্ঞান লাভ করবে যা পরবর্তিতে দেশের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালনে ভুমিকা রাখবে। বেশ কয়েকটি বিদ্যালয় ঘুরে বকশীগঞ্জ প্রেসক্লাব সভাপতি সরওয়ার জামান রতন বলেন, দেশ ও জাতির কল্যাণে এ ধরনের নির্বাচন থেকে দেশের সকল রাজনৈতিক ব্যক্তিদের শিক্ষা নিয়ে জনগনের কল্যানে আত্মনিয়োগ করা উচিত। 

0 comments:

Post a Comment