আমরা আসছি অপেক্ষা করুণ---আমরা আসছি অপেক্ষা করুণ --- আমরা আসছি অপেক্ষা করুণ -

পায়ের ‘গুণে’ মশার কামড়



অনেক সময় দেখা যায়, আপনার পাশের জনকে মশা কামড়াচ্ছে না অথচ আপনি মশার কামড়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন। এসব বিষয় নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করেছেন। সম্প্রতি একদল গবেষক জানিয়েছেন, যারা পা খোলা রাখেন তাদের পায়ে নানা ধরনের ব্যাকটেরিয়া থাকে। ওই ব্যাকটেরিয়াগুলো এমন এক ধরনের গন্ধ তৈরি করে, যা মশাকে আকৃষ্ট করে। যার পায়ে ওই ধরনের ব্যাকটেরিয়ার পরিমাণ বেশি থাকে মশা তাকেই বেশি কামড়ায়। গবেষকরা আরও জানান, বিশেষত যার পা বেশি অপরিষ্কার সেখানে ওই ধরনের ব্যাকটেরিয়ার উপস্থিতি বেশি থাকে। সেজন্য যে কোন উপায়ে হোক পা বা শরীরের যে কোন খোলা অংশ পরিষ্কার রাখতে হবে। গবেষক দলের প্রধান নেদারল্যান্ডসের ওজেনিনজেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নেইলস ভারহালস্ট বলেন, মশার কামড় থেকে রক্ষা পাওয়ার জন্য মশারোধক ক্রিম ব্যবহার করলে তেমন লাভ হবে না। তবে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা থেকে ত্বককে ব্যাকটেরিয়ামুক্ত রাখতে পারলে মশাকে প্রতিরোধ করা সম্ভব। গবেষকরা গাম্বিয়া, লাইবেরিয়া ও আফ্রিকায় ২০ থেকে ৬৪ বছর বয়সী ভ্রমণপিপাসুদের নিয়ে একটি গবেষণা চালিয়ে এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন। গবেষণা প্রতিবেদনটি পাবলিক লাইব্রেরি অব সায়েন্স ওয়ান সাময়িকীতে প্রকাশ করা হয়েছে।


সূর্যের পরিণতি হবে নীহারিকায়
সৌরজগতের প্রাণ সূর্য যেদিন নিভে যাবে, সেদিন একটা নেবুলা বা নীহারিকায় পরিণত হবে বলেই নাসার গবেষকরা জানিয়েছেন। সম্প্রতি মুমূর্ষু একটি নক্ষত্রের ছবি তুলেছেন নাসার গবেষকরা। গবেষকদের দাবি সূর্যও ঠিক এ ছবিটির মতোই নীহারিকার রূপ ধারণ করবে। গবেষকদের তোলা ছবিতে দেখা গেছে, ওই নক্ষত্রটির বহিঃআবরণে বিশাল গ্যাসের মেঘ ছড়িয়ে পড়েছে আর কেন্দ্র মিটমিট করে জ্বলছে। গবেষকদের দাবি, পাঁচশ’ কোটি বছর পর যখন সূর্যের জ্বালানি কমে যাবে তখন সূর্যের পরিণতিও এমন হবে। এই নীহারিকাটি নাম ডাম্বেল নেবুলা বা এম ২৭।  ১ হাজার ৩৬০ আলোকবর্ষ দূরে অবস্থিত। এ নেবুলাটি বাইনোকুলার বা টেলিস্কোপ ব্যবহার করেও দেখা সম্ভব।
সূত্র : ইন্টারনেট

0 comments:

Post a Comment